The Lector

‘অসামাজিক’বাবাকে খোঁচা দিতেই গান বাঁধা সুফি মাস্টারের

পরাধীন মালদায় গম্ভীরার কিংবদন্তী গীতিকার সুফি মাস্টার। উনবিংশ শতকের তখন শেষের দিক। মালদার ইংরেজবাজারের ফুলবাড়িতে জন্মগ্রহণ করেন মহম্মদ সুফি রহমান। বাবা নেশাদ্রব্যের কারবারি। ছেলে সুফি কিছুতেই তা মেনে নিতে পারতেন না। আলকাপের গানের স্পষ্ট কথাতেই যেন ঝোঁক সুফির। তিনি প্রথম গান বাঁধেন তাঁর বাবাকে মূল চরিত্র করে। বাবার নেশার কারবার, অসামাজিক জীবনকে ব্যঙ্গ করে সেই গান তৈরি হয়।

তখনকার দিনে আকবরের আলকাপের দল ছিল নামকরা। সেই দলে যোগ দেন সুফি। গান লিখে সুরও দিতেন। আলকাপের মাস্টার, খ্যাতি হয় সুফি মাস্টার নামে। এরপর আলকাপের দল ছেড়ে গম্ভীরার দলে যোগ দেন। কিশোরী পণ্ডিতের গম্ভীরা দলে যোগ দিয়ে ক্রমে আরও নামডাক হয়। আলকাপ ও গম্ভীরা মিলিয়ে ৬০টি পালা বাঁধেন সুফি মাস্টার।

নানা প্রতিকূলতার মধ্যে লেখাপড়া শিখে ডাক বিভাগের হেড পোস্টম্যান পদে নিযুক্ত হন সুফি মাস্টার। পোস্ট অফিসের কাজ শেষে হাটখোলার এক চামড়ার গুদামের বারান্দায় কুপি জ্বালিয়ে গান লিখতে বসতেন সুফি মাস্টার।

ব্রিটিশদের বিরুদ্ধে সাঁওতাল নেতা জিতু মুর্মুর নেতৃত্বে বিদ্রোহ নিয়ে গান লেখেন সুফি মাস্টার। ১৯৩২ সালে পুলিশের গুলিতে জিতুর মৃত্যু হয়। প্রতিবাদে গান লেখেন সুফি। কিন্তু ব্রিটিশ পুলিশের ভয়ে কোনও দল সেই গান গায়নি। তখন সুফি কয়েকজনকে তালিম দিয়ে সেই গান পরিবেশন করেন। গানে দু’টি চরিত্র—জিতু ও জেলাশাসক।

জিতু সাঁওতালের গান
অনার্য জাতি এ সাঁতাল
পচুই খেয়ে হই মাতাল
আদিনাটি করতে এলাম দখল হে ।।
গান্ধী মোদের বুড়াটি
সেনাপতি ছঁড়াটি
মন্ত্রি জিতু এরা সবে প্রজা হে ।।
জিতু এটা আদিনাথের ঘর
জনম জনম থাকব মোরা ইহার ভিতর ।

ম্যাজিস্ট্রেট এটা আদিনাথের ঘর বলিস
বলে কোন ইতিহাস বই হে ।।

জিতু শিবং সত্যম্ মধুর বাজা
বাস করেছেন পাণ্ডব রাজা
উড়িয়ে দিয়ে ধর্মের ধ্বজা,
বাজাব নিরন্তর ।
এটা আদিনাথের ঘর ।।

স্বাধীনতার পর মহম্মদ সুফি তৎকালীন পূর্ব পাকিস্তানের রোহনপুরে চলে যান। পরে একবার মালদায় এসেছিলেন। ১৯৮৩ সালের শেষের দিকে রোহনপুরেই মৃত্যু হয় সুফি মাস্টারের।

Picture Courtesy: http://maldamalancha.com

dbando

Blogger

Recent Posts

(Vande Mataram) বন্দে মাতরম: বিপদের সামনে বিচলিত হতেন না, ছদ্মবেশী মাস্টারদা সূর্য সেন আজও মিথ (Masterda Surya Sen)

মাস্টারদা কি মন্ত্র জানতেন? অনেকের ধারণা ছিল, মাস্টারদা মন্ত্র জানেন! হাওয়ার সঙ্গে মিশে যেতে পারেন,… Read More

7 months ago

(Jai Hind) গোপন ডেরায় মাস্টারদার সঙ্গে প্রথম সাক্ষাৎ, পুরুষের ছদ্মবেশে প্রীতিলতা ওয়াদ্দেদার (Pritilata Waddedar)

কল্পনা দত্ত তাঁকে পরিচয় করিয়ে দিলেন মাস্টারদা সূর্য সেনের সঙ্গে। মাস্টারদার সঙ্গে এটাই প্রথম দেখা… Read More

11 months ago

(Jai Bangla) বাঙালির অপমানের জবাবে বুকে রোলার তুলেছিলেন মহেন্দ্রনাথ

বাঙালিকে অপমান! গুরুর নির্দেশে নতুন খেলা দেখাতেই হবে। বুকে ১৬২ মণের রোলার তুললেন সার্কাস বিখ্যাত… Read More

11 months ago

(Vande Mataram) বন্দেমাতরম: বাংলার প্রথম গুপ্ত বিপ্লবী দল খুলতে সাহায্য করেছিলেন সরলা দেবী (Sarala Devi Choudhurani)

রবীন্দ্রনাথের ভাগ্নী সরলা দেবী ছোট থেকেই জাতীয়তাবাদে অনুপ্রাণিত। লিখেছেন শতাধিক স্বদেশপ্রেমের গান। স্বদেশী আন্দোলনের অংশ… Read More

5 years ago

(Vande Mataram) বন্দেমাতরম: ছাদ লাফিয়ে ঘরে ঢুকে গোপন নথিতে আগুন দিয়েছিলেন পারুল (Parul Mukherjee)

অনুশীলন সমিতির বিপ্লবী অমূল্য মুখোপাধ্যায়ের বোন পারুল। টিটাগড় ষড়যন্ত্র মামলায় গ্রেফতার পারুলের পেট থেকে কথা… Read More

5 years ago

(Banglar Siksha)শশীপদর স্কুলের প্রথম ছাত্রী স্ত্রী রাজকুমারী

‘বেলেল্লাপনার এক শেষ!’ লোকনিন্দা উড়িয়ে সেদিন স্বামী শশীপদ বন্দ্যোপাধ্যায়ের কাছে লেখাপড়া শিখেছিলেন স্ত্রী রাজকুমারী। স্ত্রীর… Read More

5 years ago