A Bangla Blog on Kolkata, Bengal and Bengalees in Bengali

চট্টগ্রামের বিপ্লবীরা- লোকনাথ বল (Loknath Bol) - BENGALISM
HEROICThe Lector

চট্টগ্রামের বিপ্লবীরা- লোকনাথ বল (Loknath Bol)

১৯০৮ সালের ৮ মার্চ, চট্টগ্রামের ধরলা গ্রামে জন্মগ্রহণ করেন লোকনাথ বল। ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা নিতেন তিনি। ১৯২১ সাল, অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন কিশোর লোকনাথ। যুব আন্দোলনেও নেতা হিসেবে তাঁর খ্যাতি ছিল। ১৯২৪ থেকে ১৯২৮ সাল পর্যন্ত বিনা বিচারে বন্দি ছিলেন লোকনাথ।

১৯৩০ সাল, ২২ বছরের লোকনাথ সেদিন চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে মাস্টারদার সহযোগী হিসেবে ছিলেন। ২২ এপ্রিল জালালাবাদের যুদ্ধেও অংশ নেন লোকনাথ। ব্রিটিশ পুলিশদের সঙ্গে সেই যুদ্ধে সেদিন শহিদ হন লোকনাথের ভাই হরিগোপাল বল ওরফে টেগরা। জালালবাদের সংঘর্ষের পর গা ঢাকা দিয়ে চন্দননগরে পালিয়ে যান লোকনাথ।

চন্দনগরের গোপন আস্তানায় লোকনাথের সঙ্গে ছিলেন বিপ্লবী গণেশ ঘোষ ও জীবন ঘোষাল। ১ সেপ্টেম্বর, ১৯৩০। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ কমিশনার চার্লস টেগার্টের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ধরা পড়ে যান গণেশ ঘোষ, লোকনাথ বল। পুলিশের গুলিতে মৃত্যু হয় বিপ্লবী জীবন ঘোষাল ওরফে মাখনের। ১৯৩২ সালে সেলুলার জেলে দ্বীপান্তরের সাজা হয় বিপ্লবী লোকনাথ বলের।

১৯৪৬ সালে মুক্তি পান। মুক্তির পর প্রথমে এম এন রায়ের ব়্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেন লোকনাথ বল। পরে যোগ দেন জাতীয় কংগ্রেসে। ১৯৫২ সালে কলকাতা কর্পোরেশনের ডেপুটি কমিশনার হন লোকনাথ বল।

©bengalism.com

Related posts

Leave a Reply