The Lector

চট্টগ্রামের বিপ্লবীরা- অম্বিকা চক্রবর্তী

সুরাটে জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগ দেওয়ায় ভীষণ চটেছিলেন কাকা। সুরাট থেকে ফিরতেই অম্বিকাকে কাকা বেত দিয়ে মারেন। ভীষণ বেত্রাঘাতে অসুস্থ হয়ে পড়েন অম্বিকা । সুস্থ হতেই বাড়ি ছাড়েন তিনি। প্রতিজ্ঞা করেন আর বাড়িমুখো হবেন না।

১৯১১ সালে বঙ্গীয় প্রাদেশিক কনফারেন্স অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। প্রচণ্ড খাটাখাটনি করছেন অম্বিকা ও তাঁর সহকর্মীরা। কর্ণফুলী নদী পেরিয়ে বেশ কয়েকজন কনফারেন্সে আসছিলেন। সংখ্যায় কমবেশি ১২ জন। উত্তাল কর্ণফুলীতে সেই নৌকা ডুবে যায়। খবর পেয়ে ছুটে আসেন অম্বিকা। উত্তাল কর্ণফুলীতে ঝাঁপিয়ে পড়েন। একাই ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার করেন। তাঁর এই সাহসিকতার কথা লোকমুখে ছড়িয়ে পড়ে। কনফারেন্সে উপস্থিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সাহস আর আত্মত্যাগের কথায় মুগ্ধ হয়ে কনফারেন্সে উপস্থিত জনতার সামনে অম্বিকাকে জড়িয়ে ধরেন তিনি। সেদিন নিজের দামী পকেট ঘড়ি অম্বিকাকে উপহার হিসেবে দিয়েছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

১৯১৩ সালে বিপ্লবী বাঘা যতীনের সংস্পর্শে আসেন অম্বিকা। প্রথম মহাযুদ্ধের সময় জার্মানি থেকে অস্ত্র আমদানি করে বিপ্লবের পরিকল্পনা হয়েছিল। পরিকল্পনার মাথা ছিলেন বাঘা যতীন। বালেশ্বরে ব্রিটিশ সেনার সঙ্গে যুদ্ধ করেন বিপ্লবীরা। কিন্তু পরিকল্পনা সফল হল না। অন্যদের সঙ্গে ধরা পড়েন অম্বিকা। ১৯১৯ সাল পর্যন্ত জেলবন্দি থাকেন তিনি।

জেল থেকে বেরিয়ে ফের বিপ্লবী কাজে আত্মনিয়োগ করেন অম্বিকা চক্রবর্তী। ১৯২৩ সালে ফের গ্রেফতার হন। ১৯২৮ সাল পর্যন্ত অর্ডিন্যান্স আইনে বন্দি থাকেন তিনি। ১৯২৮ সালে ছাড়া পেয়ে কলকাতা কংগ্রেসে যোগ দেন। ১৯২৯ সালে যোগ দেন লাহোর কংগ্রেসে। ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের সময় জেলা কংগ্রেসের সহকারী সভাপতি ছিলেন অম্বিকা চক্রবর্তী। অস্ত্রাগার লুন্ঠনের পর অম্বিকা চক্রবর্তীর নামে ৫০০০টাকা পুরস্কার ঘোষণা হয়। পরে চট্টগ্রামের একটি গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিচারে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাইকোর্টে আপিলের পর যাবজ্জীবন দ্বীপান্তরে দণ্ডিত হন অম্বিকা চক্রবর্তী।

©bengalism.com

আরও bengalism: গোপন ডেরায় মাস্টারদার সঙ্গে প্রথম সাক্ষাৎ, পুরুষের ছদ্মবেশে প্রীতিলতা ওয়াদ্দেদার

Collected

Collected from Various Sources

Recent Posts

(Vande Mataram) বন্দে মাতরম: বিপদের সামনে বিচলিত হতেন না, ছদ্মবেশী মাস্টারদা সূর্য সেন আজও মিথ (Masterda Surya Sen)

মাস্টারদা কি মন্ত্র জানতেন? অনেকের ধারণা ছিল, মাস্টারদা মন্ত্র জানেন! হাওয়ার সঙ্গে মিশে যেতে পারেন,… Read More

6 months ago

(Jai Hind) গোপন ডেরায় মাস্টারদার সঙ্গে প্রথম সাক্ষাৎ, পুরুষের ছদ্মবেশে প্রীতিলতা ওয়াদ্দেদার (Pritilata Waddedar)

কল্পনা দত্ত তাঁকে পরিচয় করিয়ে দিলেন মাস্টারদা সূর্য সেনের সঙ্গে। মাস্টারদার সঙ্গে এটাই প্রথম দেখা… Read More

10 months ago

(Jai Bangla) বাঙালির অপমানের জবাবে বুকে রোলার তুলেছিলেন মহেন্দ্রনাথ

বাঙালিকে অপমান! গুরুর নির্দেশে নতুন খেলা দেখাতেই হবে। বুকে ১৬২ মণের রোলার তুললেন সার্কাস বিখ্যাত… Read More

10 months ago

(Vande Mataram) বন্দেমাতরম: বাংলার প্রথম গুপ্ত বিপ্লবী দল খুলতে সাহায্য করেছিলেন সরলা দেবী (Sarala Devi Choudhurani)

রবীন্দ্রনাথের ভাগ্নী সরলা দেবী ছোট থেকেই জাতীয়তাবাদে অনুপ্রাণিত। লিখেছেন শতাধিক স্বদেশপ্রেমের গান। স্বদেশী আন্দোলনের অংশ… Read More

5 years ago

(Vande Mataram) বন্দেমাতরম: ছাদ লাফিয়ে ঘরে ঢুকে গোপন নথিতে আগুন দিয়েছিলেন পারুল (Parul Mukherjee)

অনুশীলন সমিতির বিপ্লবী অমূল্য মুখোপাধ্যায়ের বোন পারুল। টিটাগড় ষড়যন্ত্র মামলায় গ্রেফতার পারুলের পেট থেকে কথা… Read More

5 years ago

(Banglar Siksha)শশীপদর স্কুলের প্রথম ছাত্রী স্ত্রী রাজকুমারী

‘বেলেল্লাপনার এক শেষ!’ লোকনিন্দা উড়িয়ে সেদিন স্বামী শশীপদ বন্দ্যোপাধ্যায়ের কাছে লেখাপড়া শিখেছিলেন স্ত্রী রাজকুমারী। স্ত্রীর… Read More

5 years ago