আরেক বিদ্যাসাগর
- ‘অসামাজিক’বাবাকে খোঁচা দিতেই গান বাঁধা সুফি মাস্টারের - September 9, 2018
- আরেক বিদ্যাসাগর - September 6, 2018
ঈশ্বরচন্দ্র ছাড়াও সেই যুগে আরও কয়েকজন ‘বিদ্যাসাগর’ ছিলেন। তেমনই এক পণ্ডিতপ্রবরের অপার সাগর দর্শন আরেক বিদ্যাসাগর।
সাজেশনে বাঁধা শিক্ষা নয়। সেকালে ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, বেদান্ত, স্মৃতি, ন্যায় ও সাংখ্য শাস্ত্রে অধ্যয়ন করে তবে বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করতে হত। ব্যুৎপত্তি, জ্ঞানের গভীরতা, বিস্তার—বিবেচনা করে ছাত্রদের উপাধি দিতেন অধ্যাপকরা। বিদ্যাবাগীশ, বিদ্যালঙ্কার ইত্যাদি নানা উপাধি দেওয়া হত উত্তীর্ণ ছাত্রকে। জ্ঞানের ব্যাপ্তি বিবেচনার পর বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন বীরসিংহের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই প্রথম বিদ্যাসাগর। ‘বিদ্যাসাগর’ এই উপাধি উচ্চারিত হলে তাঁকেই স্মরণ করা হয়। তবে ঈশ্বরচন্দ্রের পর আরও কয়েকজনকে ‘বিদ্যাসাগর’উপাধি দেওয়া হয়।
ঈশ্বরচন্দ্রের পর বিদ্যাসাগর হিসেবে যিনি সেই যুগে সমধিক পরিচিতি অর্জন করেন, তিনি জীবানন্দ বিদ্যাসাগর। জীবানন্দের বাবা তারানাথ তর্কবাচস্পতি ছিলেন সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত। বর্ধমানের কালনাতে থাকতেন তারানাথ। ১৮৪৪ সালের ১১ এপ্রিল জন্মগ্রহণ করেন জীবানন্দ। সংস্কৃত কলেজে ছ’বছর অধ্যয়ন করে সর্বোচ্চ পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে ‘তর্ক-বাচস্পতি’ উপাধি পেয়েছিলেন তারানাথ। সেই সংস্কৃত কলেজেই ভর্তি হন জীবানন্দ। কাব্য, ব্যাকরণ, স্মৃতি, ন্যায়, সাংখ্য, মীমাংসা ইত্যাদি বহুশাস্ত্রের পাঠশিক্ষা করেন তিনি। ১৮৭০ সালে ২৬ বছর বয়সে বিদ্যাসাগর উপাধি অর্জন করেন জীবানন্দ। বাবা তারানাথের সঙ্গে বহু কাজ করেন তিনি। অন্তত ২১৫টিরও বেশি সংস্কৃত গ্রন্থ সম্পাদনার কাজ করেছেন।
কথিত আছে, কলকাতা থেকে কালনা পর্যন্ত হেঁটে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারানাথ তর্কবাচস্পতিকে সংস্কৃত কলেজের ব্যাকরণ শাস্ত্রের প্রধান অধ্যাপকের পদ গ্রহণের অনুরোধ করেন। তারানাথ এই সুযোগ গ্রহণ করেছিলেন। জয়পুরের মহারাজার আঅকমন্ত্রণ গ্রহণ করে তাঁর রাজ্যে গিয়েছিলেন তারানাথ। সেখানকার পণ্ডিতদের তর্কে পরাজিত করে অর্থ ও রাজসম্মান লাভ
করেছিলেন তিনি। তবে তারানাথের পুত্র জীবানন্দ বাংলার বাইরে যাওযার বহু প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারমধ্যে উল্লেখযোগ্য লাহোর ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষের পদ। জয়পুরের মহারাজ, কাশ্মীরের মহারাজ এবং নেপালের মহারাজের তৎকালীন সহস্র মুদ্রার চাকরিও প্রত্যাখান করেছিলেন জীবানন্দ বিদ্যাসাগর। কালনায় চতুষ্পাঠী স্থাপন করে বহু বছর বিদ্যাদান করেন তিনি।
প্রথমে বিধবা বিবাহ প্রস্তাব সমর্থন করলেও পরে এর বিরোধিতা করেন তারানাথ তর্ক বাচস্পতি। তানিয়ে দ্বিতীয় বিদ্যাসাগর ও তাঁর বাবা তারানাথকে নিয়ে ব্যঙ্গ পরিহাসও করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লিখেছিলেন, ‘ খুড়র (অর্থাৎ তারানাথ) এই সময় কলম করে রাখা ভাল। কারণ আঁটিতে যেটি হয়েছে সেটি টক ও পোকাখেকো।’
১৯২৩ সালে কলকাতায় জীবানন্দ বিদ্যাসাগরের মৃত্যু হয়।